লঞ্চের আগেই গুগল পিক্সেল ৭এ-এর স্পেসিফিকেশন ফাঁস অনলাইনে! আছে কোন কোন ফিচার?

Google -এর তরফে তাদের বহু অপেক্ষিত ফোন Google Pixel 7A হয়তো এই বছরই লঞ্চ করা হবে। Google I/O 2023 এই হয়তো ঘোষণা করা হতে পারে এই ফোনের। এই অনুষ্ঠানটি মে মাসের 10 তারিখে হবে। কিন্তু ফোনটি লঞ্চের আগেই একজন টিপস্টার দেবায়ন রয় এই ফোনের একাধিক ফিচার, স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস করে দিয়েছেন। এই ফোনে কেমন ডিসপ্লে থাকবে, প্রসেসর কী হবে, ক্যামেরা সহ সফটওয়্যার কেমন হবে সবটাই জানিয়েছেন তিনি। এই আসন্ন ফোনটি আদতে Google -এর Google Pixel 6A ফোনটির উত্তরসূরি হতে চলেছে। ফলে Pixel 6A -এর থেকে যে এই ফোনে উত্তর ফিচার থাকবে সেটা বোঝাই যাচ্ছে। 

বিস্তারিত পড়ুনঃ লঞ্চের আগেই গুগল পিক্সেল ৭এ-এর স্পেসিফিকেশন ফাঁস অনলাইনে! আছে কোন কোন ফিচার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *