সম্প্রতি উদ্ঘাটিত এক র্যানসমওয়্যার হামলায় বেশ কিছু স্পর্শকাতর মেডিকেল ডেটা ফাঁস হয়েছে– এমনই দাবি করেছে মার্কিন এক বীমা কোম্পানি।
যুক্তরাষ্ট্রের দাঁত বিষয়ক বীমা কোম্পানি ‘ম্যানেজড কেয়ার অফ নর্থ আমেরিকা (এমসিএনএ)’ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যবর্তী সময়ে এক অনুপ্রবেশকারী বিভিন্ন রোগীর তথ্যের অনুলিপিতে প্রবেশ করে সেগুলো চুরি করেছে। এর মধ্যে ছিল তাদের ঠিকানা, সোশাল সিকিউরিটি নাম্বার, ড্রাইভার্স লাইসেন্স ও বীমা সংশ্লিষ্ট ডেটা।
বিস্তারিত পড়ুনঃ র্যানসমওয়্যার: ৯০ লাখ রোগীর ডেটা ফাঁস যুক্তরাষ্ট্রে