লিওনেল মেসি ও আর্টেমিসের মধ্যে কে সেরা? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী জুলাই পর্যন্ত। ৪ থেকে ১০ জুলাই ফুটবল মাঠ দাপিয়ে বেড়াবে মানুষের আদলে একদল রোবট। ফ্রান্সের বোর্দোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বুদ্ধিমত্তাচালিত রোবটদের ২৬তম বিশ্বকাপ ফুটবল ‘রোবোকাপ ২৩’।
বিস্তারিত পড়ুনঃ রোবটদের বিশ্বকাপ ফুটবল রোবোকাপ ২৩