দীর্ঘ সময় চার্জ দিতে হয় বলে রেসিং প্রতিযোগিতায় আধুনিক বিদ্যুচ্চালিত যানবাহনের ব্যবহার দেখা যায় না। তবে, এর সম্ভাব্য বিকল্প সমাধান আছে জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটার কাছে।
‘জিআর এইচ ২ রেসিং কনসেপ্ট’ নামে নতুন এক গাড়ির ঝলক দেখিয়েছে টয়োটার ‘গাজু রেসিং’ বিভাগ। আর এটি নকশা হয়েছে ফ্রান্সের ঐতিহ্যবাহী রেসিং প্রতিযোগিতা ‘ল্যো মঁ ২৪ আওয়ার্স’-এর নতুন হাইড্রোজেন কার শ্রেণিতে প্রতিযোগিতার উদ্দেশ্যে।
বিস্তারিত পড়ুনঃ রেসিং উপযোগী হাইড্রোজেন কার দেখাল টয়োটা