চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অ্যাপলের আয় কমেছে তিন শতাংশ। ফলে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪৮০ কোটি ডলারে। গত বৃহস্পতিবার (৪ মে) অ্যাপল এ তথ্য জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন মন্দার আশঙ্কায় মানুষ মোবাইল ও কম্পিউটার খাতে ব্যয় কমিয়ে দিয়েছে। এটিকেই অ্যাপলের আয় কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে, অ্যাপলের আয় নিয়ে পূর্বাভাস দিয়েছিল ওয়ালস্ট্রিট। সেই পূর্বাভাসের তুলনায় কিছুটা ভালো অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
বিস্তারিত পড়ুনঃ রেকর্ড পরিমাণ আইফোন বিক্রি সত্ত্বেও আয় কমেছে অ্যাপলের