কিছুদিন ধরেই ইলেকট্রিক স্কুটার নিয়ে চলছে তর্ক-বিতর্ক। বিশেষ করে গত বছর বেশ কিছু স্কুটারে আগুন লাগার পর এটি কতটা মজবুত তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন সবাই। তাই বলে ইলেকট্রিক স্কুটার নিয়ে মানুষের কৌতূহল এখনও কমেনি।
ইলেকট্রিক স্কুটারের বাজারে একটি বড় নাম ওলা ইলেকট্রিক। এই প্রতিষ্ঠানের অন্যতম মডেল ওলা এস১ প্রো। ওলার সবচেয়ে লং রেঞ্জ স্কুটার এটি। ওলা এস১ প্রো কতটা মজবুত ও টেকসই তা পরীক্ষার এক অভিনব উপায় বের করলেন এক ইউটিউবার। পিচের রাস্তা নয়, সমুদ্রেই ইলেকট্রিক স্কুটার নামিয়ে দিয়েছেন তিনি। ইউটিউবে সেই ভিডিও আপলোডও করেন এই ব্যক্তি।
বিস্তারিত পড়ুনঃ রাস্তা ছেড়ে সমুদ্রে নামল ওলার ইলেকট্রিক স্কুটার