রাশিয়ার কাছে প্রায় ৭ কোটি ৪ লাখ ডলার সমমূল্যের কম্পিউটার হার্ডওয়্যার পণ্য রফতানি করেছে এসার। তাইওয়ানভিত্তিক কম্পিউটার নির্মাতা সংস্থাটি ৮ এপ্রিল ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সময়ে এ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেছে।
বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত খবরে বলা হয়, যদিও এটি অবৈধ চালান নয়। তবে এসারের এ ধরনের পদক্ষেপ ডেল ও এইচপির তুলনায় সম্পূর্ণ বিপরীত। পশ্চিমা এ প্রতিষ্ঠান দুটি ইউক্রেনে মস্কোর অভিযান পরিচালনা শুরুর পর পরই ফেব্রুয়ারি ও এপ্রিল ২০২২-এ তাদের সব চালান বন্ধ করে দেয়।
বিস্তারিত পড়ুনঃ রাশিয়ায় ৭ কোটি ডলারের হার্ডওয়্যার বিক্রি এসারের