রয়েল এনফিল্ড নতুন মোটরসাইকেল আনল

বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড নতুন মডেলের দুইটি মোটরসাইকেল আনল। এগুলো হলো রয়েল এনফিল্ড ইন্টারসেপ্টার ৬৫০ এবং কন্টিনেন্টাল ৬৫০। 

৩৫০ সিসি হোক কিংবা ৫০০ সিসির অধিক ইঞ্জিনের মোটরবাইক দুই ক্ষেত্রেই জমি শক্ত রয়েল এনফিল্ডের। যদি ৫০০ সিসির বেশি ইঞ্জিনের কথা বলা হয়, তাহলে বাজারে প্রতিষ্ঠানটির ৬৫০ টুইন বাইক সবচেয়ে বেশি জনপ্রিয়। এতটাই যে এই সেগমেন্টে ৭৫ শতাংশ মার্কেট শেয়ার দখল করে রেখেছে রয়েল এনফিল্ডের দুই মোটরবাইক।

বিস্তারিত পড়ুনঃ রয়েল এনফিল্ড নতুন মোটরসাইকেল আনল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *