শীর্ষস্থানীয় মটরগাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টাটা মটরস পবিত্র রমজান মাস উপলক্ষে তাদের নতুন মার্কেটিং ক্যাম্পেইন চালু করেছে। #NekiAsliIbadat এই শিরোনামে ক্যাম্পেইনটি একসঙ্গে রমজান উদযাপনের আনন্দকে উৎসাহিত করে। ক্যাম্পেইনটি উদারতা, সার্বজনীনতা এবং সম্পর্ককে শক্তিশালী করার মূল্যবোধের ওপর জোর দেয়।
ক্যাম্পেইনের ভিডিওটিতে টাটা জেনন চালকদের একটি দল দেখানো হয়েছে, যারা তাদের ইফতারের জন্য একটি খাবারের দোকানে একত্রিত হয়। চালকরা বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের বিষয়টি আলোচনা করছিল।
বিস্তারিত পড়ুনঃ রমজান উপলক্ষে টাটা মটরসের নতুন ক্যাম্পেইন