টুইটারের মালিকানা নিজের করে নেওয়ার পরপরই ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটারের বিভিন্ন সেবা পর্যালোচনা করা হবে। এরই ধারাবাহিকতায় এবার যৌথভাবে টুইট (টুইটারে দেওয়া বার্তা) পাঠানোর সুযোগ বন্ধ হলো টুইটারে। ‘কো টুইট’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে যৌথভাবে টুইট লিখে নিজেদের অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে পোস্ট করতে পারতেন দুজন ব্যবহারকারী। এর ফলে দুজনের অনুসারীরাই টুইটটি দেখতে পারতেন।
বিস্তারিত পড়ুন: যৌথ টুইটের সুযোগ বন্ধ হলো টুইটারে