বৈদ্যুতিক পাখার চেয়ে এসি চালানোর খরচ বেশি। একথা সবারই জানা। এই ভয়ে অনেকেই এসি কিনতে ভয় পান। ব্যবহারকারীদের নিজেদের কিছু ভুলেও এসির বিদ্যুৎ বিল বাড়ে। জানুন ব্যবহারজনিত যেসব ভুলে এসির বিদ্যুৎ বিল বেশি আসে।
মানুষ সাধারণত সেই ঘরেই এসি চালান, যেখানে তারা ঘুমোতে যান। রাতে বা দিনে কোনও এক অলস মুহূর্তে তারা এসি কিছুক্ষণ চালানোর পরে রিমোট দিয়ে এসি বন্ধ করে দেন।
বিস্তারিত পড়ুনঃ যে ছোট্ট ভুলে এসির বিদ্যুৎ বিল বেশি আসে