শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি চালালে বিদ্যুৎ বিল বেশি আসে। এই ভয়ে অনেকেই বাসা-বাড়িতে এসি লাগান না। তবে আপনি যদি রেটিংপ্রাপ্ত ইনভার্টার এসি কেনেন তবে বিদ্যুৎ বিল কম আসবে। জানুন কত রেটিংয়ের এসি কিনলে বিল কম আসবে।
এসি দুই ধরনের হয়। ইনভার্টার ও নন-ইনভার্টার। এগুলোয় আবার কোম্পানি রেটিং দেয়। যার যত রেটিং বেশি তার তত বিদ্যুৎ বিল কম হয়।
বিস্তারিত পড়ুনঃ যে এসি কিনলে বিদ্যুৎ বিল কম আসবে