গরমের দিনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি চালালে ঠান্ডা হাওয়া পাবেন। কিন্তু বাড়বে আপনার বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল বেশি আসার ভয়ে অনেকেই এসি কেনেন না, কিংবা এসি কিনেও হিসেব করে চালান।
ধরুণ আপনি এসিও চালালেন অথচও বিলও আসল না, তখন কেমন হবে? অবিশ্বাস্য মনে হলেও সত্যি। যদি আপনি চালান সোলার এসি।
বিস্তারিত পড়ুনঃ যে এসি কিনলে বিদ্যুৎ খরচ হবে না এক টাকাও!