ওপেন আই-এর চ্যাটজিপিটি (ChatGPT) আক্ষরিক অর্থেই প্রযুক্তি জগতে ঝড় তুলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রম্পটের ওপর ভিত্তি করে জেনারেটিভ চ্যাটবট ব্যবহার করে বিস্তারিত প্রতিক্রিয়া দেয়। এক হাজার শব্দের রচনা, জটিল অঙ্কের সমাধান, আবেদনপত্র, এমনকি জটিল কোনো কোড এসবেরই উত্তর দিতে পারে চ্যাটজিপিটি। কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এই চ্যাটবটটি। কিন্তু আশঙ্কার বিষয় হলো, এত সব উপকার সত্ত্বেও চ্যাটজিপিটির কারণেই কয়েক লাখ মানুষ হারাতে পারেন চাকরি।
বিস্তারিত পড়ুনঃ যেসব চাকরি খেতে পারে চ্যাটজিপিটি-৪