যুক্তরাষ্ট্র সরকারের চাপে পড়ে টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাও জি চিউ বৃহস্পতিবার ক্যাপিটল হিলে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের সিনেটরদের সামনে সাক্ষ্য দেবেন। অ্যাপটির তথ্য পাচারের অভিযোগ খণ্ডাতে তাঁকে সিনেটরদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হবে। এর আগে বক্তব্যের লিখিত একটি কপি হাউস অব রিপ্রেজেন্টেটিভস এনার্জি ও কমার্স কমিটির কাছে জমা দেন তিনি। সেখানে তিনি জানান, কখনোই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের কাছে পাঠানোর অনুরোধ আসেনি। যেখানে বিকল্প পথ খোলা নেই সেখানেই শুধু নিষিদ্ধ করার ব্যাপারটি আসতে পারে। এ ক্ষেত্রে বিকল্প পথ আছে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য যাতে দেশটির বাইরে না যায় তা নিশ্চিতে ১৫০ কোটি ডলার ব্যয়ে প্রজেক্ট টেক্সাস প্রকল্প হাতে নিয়েছে টিকটক। যুক্তরাষ্ট্র সরকারকে নানা উপায়ে সন্তুষ্ট করার চেষ্টা চালাচ্ছে টিকটক। এর মধ্যে দেশটিতে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে পাঁচ কোটি। সম্প্রতি অ্যাপটির ব্যবহারকারী ১০ কোটি থেকে বেড়ে দাঁড়ায় ১৫ কোটি।
সূত্র : রয়টার্স