টুইটার, মেটা এবং টিকটক বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগেরমাধ্যম। তবে সম্প্রতিকালে ‘২০২৩ অ্যাক্সিওস হ্যারিস পোল’ প্রকাশিত ‘হানড্রেড রেপুটেশন র্যাংকিংয়ে’ এই ব্র্যান্ডগুলো আবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে ‘ঘৃণিত’ ব্র্যান্ডের তালিকায়ও স্থান পেয়েছে।
ঘৃনিত ব্র্যান্ডের তালিকায় ‘টিকটক’ দেখে অনেকেই একটু অবাক হওয়ার কথা, কারণ যুক্তরাষ্ট্রে টিকটক অত্যন্ত জনপ্রিয়। তবে এই জরিপের ফলাফলে স্পষ্ট হয়ে গেছে, কোটি কোটি মাসিক সক্রিয় গ্রাহক থাকলেই যে সেই ব্র্যান্ড বা প্রতিষ্ঠানকে সবাই ভালোবাসবে, এমনটা না-ও হতে পারে। সুনামের ভিন্ন ভিন্ন ৯টি ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের সেরা ১০০টি কোম্পানিকে বাঁছাই করতে অ্যাক্সিওস হ্যারিস জরিপে ১৬ হাজার মার্কিন নাগরিকের মতামত নেয়।
বিস্তারিত পড়ুনঃ যুক্তরাষ্ট্রে সবচেয়ে অপছন্দের ব্র্যান্ডের তালিকায় ফেসবুক, টুইটার ও টিকটক