যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সরকারি ডিভাইস থেকে টিকটক নিষিদ্ধ করতে যাচ্ছেন। সরকারি ডিভাইস থেকে টিকটক মুছে ফেলার ইঙ্গিত তিনি নিজেই দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে চাই। যুক্তরাজ্যের নিরাপত্তা রক্ষায় যেসব পদক্ষেপ নেওয়া জরুরি সেগুলো নেওয়া হবে।’ মিত্র দেশগুলো কী করছে, সেটাও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে চীনা শর্ট ভিডিও তৈরির অ্যাপ টিকটক জানিয়েছে, যুক্তরাজ্যের সরকারি ডিভাইসে টিকটকের ব্যবহার নিষিদ্ধ হলে তারা হতাশ হবে। অমূলক ভয় থেকেই পশ্চিমা দেশগুলো সরকারি ডিভাইস থেকে টিকটক অ্যাপ সরাচ্ছে বলে দাবি করেছে কম্পানিটি। টিকটকের মূল কম্পানি বাইটডান্স চীন সরকারের হাতে তথ্য তুলে দেয়—এমন অভিযোগের জেরে ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডার সরকারি ডিভাইসে নিষিদ্ধ হয়েছে টিকটক অ্যাপ। যুক্তরাষ্ট্রও গত ২৮ ফেব্রুয়ারি তাদের সরকারি অফিসের ডিভাইস থেকে টিকটক সরাতে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে।
সূত্র : দ্য গার্ডিয়ান