ওয়ানপ্লাস বিশ্বের অন্যতম বড় চায়না স্মার্টফোন কোম্পানি বিবিকে ইলেট্রনিকস করপোরেশনের অংশ। সম্প্রতি স্যামসাং ও অ্যাপলের মতো জায়ান্টকেও টক্কর দিচ্ছে ওয়ানপ্লাস। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি বাজারে এনেছে ওয়ানপ্লাস প্যাড। এটি মূলত একটি ট্যাব। ওয়ানপ্লাস এই ট্যাব একটি ম্যাগনেটিক কি-বোর্ড, একটি স্টাইলোসহ পাওয়া যাচ্ছে।
বিস্তারিত পড়ুনঃ ম্যাগনেটিক কি-বোর্ড, একটি স্টাইলোসহ ওয়ানপ্লাস প্যাড