এআরএমভিত্তিক ম্যাক ডিভাইসে উইন্ডোজ ১১ ব্যবহারে নতুন পদ্ধতির অনুমোদন দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। খবর গিজমোচায়না।
মাইক্রোসফটের সাপোর্ট পেজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোম্পানিটি ডেস্কটপ ১৮ সফটওয়্যার ব্যবহার করে এম১ ও এম২ চিপভিত্তিক ম্যাক ডিভাইসে উইন্ডোজ ১১ প্রো ও এন্টারপ্রাইজ অপারেটিং সিস্টেমের এআরএম সংস্করণ ব্যবহারের অনুমতি দিয়েছে।
বিস্তারিত পড়ুনঃ ম্যাকবুকে উইন্ডোজ ১১ ব্যবহারের সুবিধা মিলবে