ইউবিসফটের অ্যাসাসিনস ক্রিড কোডনেম জেড গেমটি সর্বপ্রথম মোবাইলে আসবে। গেমটি খেলার জন্য নিবন্ধন করলে তবেই কোসড বেটায় অ্যাকসেস পাওয়া যাবে। অ্যাকশন অ্যাডভেঞ্চার ধাঁচের গেমটি খেলার খরচ কেমন হবে বা কোন অঞ্চলে সর্বপ্রথম মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর চীনকে ঘিরে সাজানো গেমটি চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে মুক্তি দিতে পারে ইউবিসফট।
সূত্র : ফ্যানড্রয়েড