গত বছর অক্টোবরে তাদের ঝাঁ চকচকে ফ্লিপ ফোন রেজর 2022 লঞ্চ করেছিল মটোরোলা। তার রেশ কাটতে না কাটতেই আরও একটি হাইফাই ফোল্ডেবল ফোন নিয়ে আসতে চলেছে সংস্থাটি। ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে মটোরোলার রেজর 2023-র ফার্স্ট লুক।
বিস্তারিত পড়ুনঃ মোটো রেজার ২০২৩ ‘মনস্টার’ ডিসপ্লে; এর ফার্স্ট লুকেই ধরাশায়ী ভক্তেরা