দুই চাকার মোটরসাইকেলে অনেকেই ভরসা রাখেন। দ্বিচক্রযান চালাতে অনেকেই স্বাছন্দ্য বোধ করেন। আর ব্যবহার যেখানে বৃদ্ধি পায় সেখানেই সমস্যার উৎপাত সবথেকে বেশি। বাইকের কথা যদি বলি তাহলে এটি আদ্যোপান্ত যন্ত্র দিয়ে তৈরি। তাই কোনো ত্রুটি এড়িয়ে গেলেই বিপদ।
বর্তমানে টু হুইলারগুলোতে চালকদের সবচেয়ে বেশি যে অভিযোগ থাকে তা হল মাইলেজ নিয়ে। কিন্তু আজকালকার দিনের প্রায় প্রত্যেক বাইকই মডার্ন এবং নতুন সিস্টেম যুক্ত। তবে এর মধ্যে এখনও বহু মানুষ আছেন যারা পুরনো বাইক চালান।
বিস্তারিত পড়ুনঃ মোটরসাইকেল তেল বেশি খাওয়ার কারণ