যানবাহন চলার জন্য যত ধরনের জ্বালানি আছে তার মধ্যে সস্তা ডিজেল। কিন্তু তারপরও এই জ্বালানিতে মোটরসাইকেল চলে না। মোটরবাইক চলে পেট্রোল কিংবা অকটেনে। যার দাম ডিজেলের চেয়ে বেশি। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বাইক কেন ডিজেলে চলে না?
জানলে অবাক হবেন মোটরসাইকেল এক সময় ডিজেলে চলতে। ২০-২০ বছর আগেও চলত। সে সময় অ্যাম্বাসেডর কোম্পানি যে সকল মডেলের মোটরসাইকেল এনেছিল তার সবগুলোই ডিজেলচালিত ছিল। ওসব বাইক জনপ্রিয়ও ছিল। কিন্তু এখন সেসব অতীত।
বিস্তারিত পড়ুনঃ মোটরসাইকেল কেন ডিজেলে চলে না?