মেমোরি চিপের উৎপাদন ২৫ শতাংশ কমাতে পারে স্যামসাং ইলেকট্রনিকস। বাজার চাহিদা হ্রাস ও মজুদ বৃদ্ধির কারণে উৎপাদন কমানোর পথে এগুচ্ছে শীর্ষ এ চিপ নির্মাতা কোম্পানিটি। গতকাল একদল বিশ্লেষকের বরাতে এ তথ্য জানায় দ্য কোরিয়া হেরাল্ড।
বিস্তারিত পড়ুনঃ মেমোরি চিপ উৎপাদন ২৫% কমাচ্ছে স্যামসাং