রাজধানীর বিভিন্ন মেট্রোরেল স্টেশনে শিগগিরই চালু হচ্ছে স্মার্ট ডেলিভারি লকার–সেবা। পণ্য সরবরাহের এই স্বয়ংক্রিয় বক্সে মেট্রোরেলে যাতায়াতকারীরা কোনো ই-কমার্স সাইটে তাঁদের অর্ডার করা পণ্য পেয়ে যাবেন। কোনো সরবরাহকারী ছাড়া স্মার্টফোনে পাওয়া ওটিপি দিয়ে সুবিধাজনক সময়ে মেট্রোরেল স্টেশনে থাকা স্মার্ট লকার থেকে নিজের পণ্য সংগ্রহ করা যাবে। এ বিষয়ে আজ রোববার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এটুআই ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে একটি চুক্তি হয়েছে। এটুআই-এর প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
বিস্তারিত পড়ুনঃ মেট্রোরেল স্টেশনে বসবে ‘স্মার্ট ডেলিভারি লকার’