মেটা এবার এআইয়ের জন্য চিপ বানাবে

কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য নিজেদের প্রথম চিপ তৈরিতে কাজ করছে মেটা। এক ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মেটার এই নতুন চিপের নাম ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলেটর’, সংক্ষেপে একে বলা হচ্ছে এমটিআই চিপ।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নিজেদের পরিসর বৃদ্ধিতেও কাজ শুরু করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের এ মূল প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ বলেছেন, কোটি মানুষের কাছে এআই পৌঁছে দেওয়ার জন্য মেটা সম্ভাবনা দেখেছে; যা হবে প্রয়োজনীয় ও অর্থবহ।

বিস্তারিত পড়ুনঃ মেটা এবার এআইয়ের জন্য চিপ বানাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *