অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলন শুরুর আগে নিজেদের তৈরি কোয়েস্ট হেডসেটের নতুন মডেল আনার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এবার ১৩ সেকেন্ডের এক ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেটটি পড়ে ফেসবুকের রিলসও (স্বল্পদৈর্ঘ্যের ভিডিও) দেখা যাবে। এরই মধ্যে এ সুবিধার কার্যকারিতা পরখ করছে মেটা।
বিস্তারিত পড়ুনঃ মেটার ভিআর হেডসেটে রিলস ভিডিও দেখা যাবে