১৪ জুন ২০০৪
মুঠোফোনের প্রথম ভাইরাস ক্যাবির
কারিগরি নাম ক্যাবির, তবে বেশি পরিচিত হয় ক্যারিবে নামে। ২০০৪ সালে তৈরি এই ক্যাবির মুঠোফোনের প্রথম ভাইরাস। ৪ জুন সেই সময়ে সিমবিয়ান অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস। এটি তারহীন ব্লুটুথ সংযোগ ব্যবহার করে নিজে নিজেই অন্য ফোনে চলে যেত। তবে এটি মুঠোফোনের জন্য খুব একটা ক্ষতিকর ছিল না। তবে এটি সব সময় ব্লুটুথ নেটওয়ার্ক খুঁজত, সে কারণে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যেত। ক্যাবির ছিল একটি এমএমএস (মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস)। প্রতিবার ফোনের পর্দা চালুর সময় ক্যাবির ভাইরাসের নাম ভেসে উঠত।
বিস্তারিত পড়ুনঃমুঠোফোনের প্রথম ভাইরাস ক্যাবির