নিয়মিত ব্যবহার করা না হলেও ঠিকই মুঠোফোনে জায়গা দখল করে রাখে বিভিন্ন অ্যাপ। আর তাই মুঠোফোনের ধারণক্ষমতা বাড়াতে অনেকেই অপ্রয়োজনীয় ও নিয়মিত ব্যবহার না করা অ্যাপ মুছে ফেলেন। কিন্তু এতে অ্যাপগুলোতে থাকা তথ্যও স্থায়ীভাবে মুছে যায়। ফলে পুনরায় ইনস্টল করে ব্যবহারের সময় আগের তথ্যগুলো আর পাওয়া যায় না। সমস্যার সমাধান দিতে ‘অটো আর্কাইভ’ সুবিধা চালু করেছে গুগল। এ সুবিধা কাজে লাগিয়ে অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলার পরিবর্তে আকার ছোট করে সংরক্ষণ করা যাবে। ফলে মুঠোফোনের ধারণক্ষমতা খুব বেশি ব্যবহার হবে না।
বিস্তারিত পড়ুনঃ মুঠোফোনের ধারণক্ষমতা বাড়াতে ‘অটো আর্কাইভ’ সুবিধা চালু করল গুগল