মুখের কথায় বিভিন্ন কমান্ড দিয়ে থাকেন অনেকেই। তবে দেশভেদে ইংরেজি শব্দ উচ্চারণে তারতম্য থাকায় ব্যবহারকারীদের সব কথা নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হয় না। সমস্যা সমাধানে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের টেক্সট কমান্ড প্রযুক্তি হালনাগাদ করছে মাইক্রোসফট। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের মুখের কথা নির্ভুলভাবে শনাক্ত করে বিভিন্ন কাজ করে দেবে টেক্সট কমান্ড প্রযুক্তি।
বিস্তারিত পড়ুনঃ মুখের কথা সহজে বোঝার জন্য টেক্সট কমান্ড হালনাগাদ করছে মাইক্রোসফট