দেখতে সাধারণ বৈদ্যুতিক কেটলির মতো হলেও এতে যুক্ত রয়েছে অ্যামাজনের ভার্চ্যুয়াল সহকারী সেবা অ্যালেক্সা। ফলে মুখের কথায় কেটলিটি চালু বা বন্ধ করার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়।
সোয়ান অ্যালেক্সা মডেলের এই স্মার্ট কেটলিতে এলইডি প্রযুক্তির স্পর্শনির্ভর পর্দাও রয়েছে। ফলে অ্যালেক্সার সহযোগিতা ছাড়াই সহজে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া সম্ভব। ১.৫ লিটার পানি গরম করতে সক্ষম কেটলিটির দাম ১০০ মার্কিন ডলার।
সূত্র: টেক রাডার