ফেসবুক আইডি হ্যাক এবং র্যাব কর্মকর্তা সেজে টাকা দাবির অভিযোগে আশরাফুল প্রত্যয় ওরফে লুনেটিক প্রত্যয় নামে এক হ্যাকারকে গ্রেপ্তার করা হয়েছে। সাভারের বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন, প্রত্যয় ‘লাখ টাকারজ্যাকপট’, ‘মিলিয়ন ডলারের লটারি’ ইত্যাদি লোভনীয় লিংক বিভিন্ন ম্যাসেঞ্জারে পাঠান। কেউ সেগুলো ক্লিক করলেই সেই আইডি হ্যাক হয়ে যায়। পরে র্যাব কর্মকর্তা সেজে সেই আইডি উদ্ধারের নামে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নেন তিনি।
বিস্তারিত পড়ুনঃ মিলিয়ন ডলারের টোপ, ক্লিক করলেই আইডি হ্যাকড