মিনহাজুল আসিফ কোডম্যানবিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। এটি দেশের অন্যতম জনপ্রিয় ই-লার্নিং প্ল্যাটফর্ম। তাদের আছে ১০ হাজারের বেশি শিক্ষার্থীকে অনলাইনে দক্ষ করে তোলার অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটি বেস্ট ই-লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়া মিনহাজুল আসিফ একজন আইটি উদ্যোক্তা হিসেবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে অ্যাওয়ার্ড পেয়েছেন।
বিস্তারিত : মিনহাজুল আসিফের সফলতার নাম ‘কোডম্যানবিডি’