টুইটারে নতুন প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে নিয়োগ দিয়ে টেসলায় সময় বেশি দিচ্ছেন ইলন মাস্ক। সংবাদমাধ্যম দি ইনফরমেশন জানিয়েছে, টেসলার কর্মীদের কাছে এক ই-মেইল পাঠিয়েছেন মাস্ক। সেখানে তিনি জানিয়েছেন, এখন থেকে প্রতিবার কর্মী নিয়োগের সময় তাঁর অনুমোদন নিতে হবে। একই নিয়ম চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রেও জারি করেছেন তিনি। এ ছাড়া নিয়োগ দেওয়ার অনুরোধের তালিকা সাপ্তাহিক ভিত্তিতে কর্মীদের পাঠাতে বলেছেন তিনি। টেসলার প্রতি মনোযোগ বাড়ানোর অন্যতম কারণ হলো শেয়ার। তাঁর ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে টেসলা শেয়ারের দাম বাড়া বা কমার সম্পর্ক রয়েছে। আপাতত মাস্কের ফিরে আসায় খুশি টেসলার বিনিয়োগকারীরা। মাস্ক টুইটারকে যেভাবে আগলে রেখেছিলেন তাতে উৎকণ্ঠায় ছিলেন তাঁরা। তাঁদের ধারণা ছিল, টেসলা থেকে মনোযোগ সরিয়ে ফেলেছেন ইলন মাস্ক। সম্প্রতি এক টুইটে মাস্ক বলেন, অবশ্যই, ‘লিন্ডা ইয়াকারিনোকে নিয়ে আসায় আমাকে টেসলায় আরো বেশি সময় দেওয়ার সুযোগ করে দেবে আর এই সুযোগ আমি কাজে লাগাব।’
সূত্র : ইন্ডিয়া টুডে