ইলন মাস্কের মালিকানায় আসার পর টুইটারের দ্বিতীয় নিরাপত্তা প্রধান এলা আরউইনও পদত্যাগ করলেন।
মাস্কের টুইটার অধিগ্রহণের একমাস পর অর্থাৎ ২০২২ সালের নভেম্বরে এই বিভাগের সাবেক প্রধান ইয়োএল রথ কোম্পানি ছাড়ার পর থেকে এই দায়িত্ব পালন করছিলেন এলা।
কোম্পানির ‘ট্রাস্ট অ্যান্ড সেইফটি’ বিভাগের প্রধানের কাজ মূলত কনটেন্ট মডারেশন করা। আর মাস্কের অধিগ্রহণের পর থেকেই বিভাগটি আলোচনায় উঠে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
এই প্রসঙ্গে টুইটার ও আরউইনের মন্তব্য জানতে চেয়েছিল বিবিসি।
বিস্তারিত পড়ুনঃ মাস্কের অধীনে দ্বিতীয় নিরাপত্তা প্রধানকেও হারাল টুইটার