মার্কিন ফার্মের ১০০ মিলিয়ন ডলার ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের একটি ফার্ম থেকে গত বছর ১০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির হয়। আর এ চুরির পেছনে হাত রয়েছে উত্তর কোরিয়ার হ্যাকারদের।

উত্তর কোরিয়ার হ্যাকিং গ্রুপ লাজারুস এবং এপিটি৩৮ ২০২২ সালের জুনে মার্কিন ক্রিপ্টোকারেন্সি ফার্ম হারমনির ওপর সাইবার হামলা চালিয়ে এই চুরি করে। এমনটাই দাবি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের।

এফবিআই জানায়, উত্তর কোরিয়ার হ্যাকাররা জানুয়ারির শুরুতে প্রাইভেসি প্রটোকল রেলগান ব্যবহার করে ৬০ মিলিয়ন ডলার মূল্যমানের ইথিরিয়াম সরিয়ে নিয়েছে। যেগুলো ওই সময় চুরি করা হয়েছে।

এরপর এই ইথিরিয়ামের একটি অংশ বেশ কয়েকটি ভার্চ্যুয়াল অ্যাসেট সরবরাহকারীকে পাঠানো হয় এবং সেগুলো দিয়ে বিটকয়েন তৈরি করা হয়।

বিস্তারিত পড়ুন: মার্কিন ফার্মের ১০০ মিলিয়ন ডলার ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তর কোরিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *