মারুতি সুজুকি ফ্রনক্স আনুষ্ঠানিকভাবে আজ বাজারে এসেছে। গাড়িটি কমপ্যাক্ট ডিজাইনে তৈরি। চলতি মাসের শুরুর দিকে নতুন এই গাড়িটি আনার ঘোষণা দেয় মারুতি সুজুকি। একাধিক ভেরিয়েন্টের সঙ্গে গাড়িটি বাজারে এসেছে। মাত্র ৭.৪৬ লাখ রুপি থেকে গাড়িটির মূল্য শুরু। তুলনামূলক বিবেচনায় দাম কম হওয়া টাটা মোটরস এবং হুন্ডাইকে টেক্কা দিতে পারে সুজুকির এই গাড়িটি।
বিস্তারিত পড়ুনঃ মারুতি সুজুকি ফ্রনক্স: বাজারে কম দামে একাধিক ভেরিয়েন্ট