দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারের রোবট অ্যামিকা। মানুষ ও রোবটের আলাপচারিতা কেমন হতে পারে তা নিয়ে গবেষণা চালানোর জন্য তৈরি করা হয়েছে এআইযুক্ত রোবটটি। সম্প্রতি এক ভিডিওতে অ্যামিকা জানায়, মানুষ শুধু তার কারিকুরি দেখতে চায়। বারবার একই ধরনের আবদার মেটানো ক্লান্তিকর বলে মন্তব্য করে রোবটটি। তবে রোবট হওয়ার যে সুবিধা আছে সে সম্পর্কে অবগত অ্যামিকা। বয়স বাড়বে না বা ত্বকে ভাঁজ পড়বে না বলে এটি বেশ খুশি।
সূত্র : সুপারকারব্লন্ডি