সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলনে অ্যাপল বহুল প্রতীক্ষিত ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট ভিশন প্রো বাজারে আনার ঘোষণা দিয়েছে। প্রযুক্তি বিশ্ব এখন এই ডিভাইসের ব্যবচ্ছেদে ব্যস্ত।
সবাই জানেন পৃথিবীর গণমানুষ এখনো এই ধরনের হেডসেটের জন্য প্রস্তুত নয়। অ্যাপলও খুব ভালো করেই সেটি জানে। তারপরও তারা এমন একটি পণ্য নিয়ে এসেছে, যেখানে মানুষ ভবিষ্যতের ছোঁয়া পাবে। ডিভাইসটি হয়তো সময়ের তুলনায় অগ্রগামী। তবে প্রায় একই দৃষ্টিভঙ্গি থেকে তৈরি করা মেটার ভিআর হেডসেট কোয়েস্ট এবং এখন অ্যাপলের ভিশন প্রো থেকে আন্দাজ করা যায়, ভবিষ্যত কোন দিকে যাচ্ছে।
বিস্তারিত পড়ুনঃ মানুষকে আরও বিচ্ছিন্ন করে তুলতে পারে ‘অ্যাপল ভিশন প্রো’