অনেকেই অভিযোগ করেন ইলেকট্রিক স্কুটার বা বাইকে চার্জ হতে সময় লাগে। একবার চার্জে বসালে চার থেকে পাঁচ ঘণ্টা লাগে ফুল চার্জ হতে।
এই সমস্যার সমাধানে ভারতের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।
ব্যাটারি টেক স্টার্টআপ লগ নাইন ম্যাটেরিয়ালস ইভি ফার্ম কোয়ান্টাম এনার্জির সঙ্গে অংশীদারিত্বে দ্রুততম-চার্জিং টু-হুইলার বাণিজ্যিক বৈদ্যুতিক যান (সিইভি) বাজারে বিক্রির ঘোষণা দিয়েছে। এই প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার ফুল চার্জ হতে মাত্র ১২ মিনিট সময় নেবে।
বিস্তারিত পড়ুনঃ মাত্র ১২ মিনিটে ফুল চার্জ হবে এই ইলেকট্রিক স্কুটার