বাইকের মাইলেজ নিয়ে চিন্তায় থাকেন কমবেশি সবাই। ভালো মাইলেজ পেতে একাধিকবার সার্ভিসিংও করান। এমনকি সযত্নে রেখেও বাইকের সর্বোচ্চ মাইলেজ তুলতে পারেন না বাইকাররা। কম জ্বালানি দক্ষতা নিয়ে চিন্তায় পড়ে যান অনেকে। বিশেষজ্ঞদের মতে, রাইডারদের কয়েকটি ভুলের জন্য এই সমস্যা তৈরি হয়।
সঠিক গতিতে বাইক না চালানোর ফলেই মাইলেজ ঠিকভাবে পাওয়া যায় না। বাইকের গতির সঙ্গে সম্পর্ক রয়েছে মাইলেজের। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাইকে ভালো মাইলেজ পাওয়ার জন্য উচ্চ গতিতে বাইক চালানোর প্রয়োজন নেই। অভিজ্ঞ বাইকারদের মতে, ইঞ্জিন যদি একটি ফিক্সড আরপিএম-এ চলে তাহলে ভালো মাইলেজ পাওয়া যায়। বাইকের গতি যদি খুব কম হয় তাহলে তেল খরচ হবে বেশি।
বিস্তারিত পড়ুনঃ মাইলেজ ভালো পেতে বাইকের গতি কত রাখবেন