ভিডিও কলের সময় ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহারের সুযোগ দিয়ে থাকে মাইক্রোসফট টিমস। ভিডিও কলের সময় পেছনের দৃশ্য গোপন থাকায় অনেকেই নিয়মিত ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করেন। আর তাই এবার নতুন অ্যানিমেশন করা ভার্চ্যুয়াল পটভূমি যুক্ত করেছে মাইক্রোসফট টিমস। অ্যানিমেশন করা পটভূমিগুলো সহজেই ভিডিও কলের সময় ব্যবহার করা যাবে। ফলে একই ব্যক্তি বা গ্রুপের সঙ্গে নিয়মিত অনলাইন বৈঠকের সময় পটভূমিতে বৈচিত্র্য আনার সুযোগ মিলবে।
বিস্তারিত পড়ুনঃ মাইক্রোসফট টিমসে যুক্ত হলো নতুন অ্যানিমেটেড পটভূমি