মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক সেবায় বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাট

মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ‘অ্যাজিওর’সহ টিমস ও আউটলুকের মতো অন্যান্য সেবা বিভ্রাটের মুখে পড়েছে। ফলে, এর সম্ভাব্য প্রভাব পড়েছে বিশ্বের কোটি ব্যবহারকারীর ওপর।

অ্যাজিওর-এর স্ট্যাটাস পেইজে দেখা গেছে, আমেরিকা, ইউরোপ, এশিয়া প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সকল মহাদেশেই এর প্রভাব পড়েছে। কেবল চীনের পরিষেবা ও সরকারী সংস্থার প্ল্যাটফর্মগুলোয় এই বিভ্রাটের কথা শোনা যায়নি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম অ্যাজিওরে বিভ্রাটের প্রভাব বেশ কয়েকটি সেবায় গিয়ে পড়তে পারে। আর বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো প্ল্যাটফর্মটি ব্যবহার করায় এটি অনেকটা ‘ডমিনো ইফেক্ট’-এর মতো কাজ করে।

“আমরা খুঁজে পেয়েছি, মাইক্রোসফটের বিভিন্ন ‘ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (ডব্লিউএএন)’ ডিভাইসে নেটওয়ার্কের সংযোগজনিত সমস্যাটি ঘটছে।” –বলেছে মাইক্রোসফট।

বিস্তারিত পড়ুন: মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক সেবায় বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *