সাড়ে পাঁচ হাজার কোটি (৫৫ বিলিয়ন) পাউন্ড বা ছয় হাজার ৮৭০ কোটি ডলার দিয়ে যুক্তরাষ্ট্রের ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন ব্লিজার্ড কেনার জন্য মাইক্রোসফট যে চুক্তি করতে যাচ্ছে, তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি (সিএমএ)। প্রস্তাবিত এ অধিগ্রহণপ্রক্রিয়া বাস্তবায়ন হলে ‘কল অব ডিউটি’, ‘ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফট’, ‘ক্যান্ডি ক্রাশ’–এর মতো গেমের মালিক হবে মাইক্রোসফট করপোরেশন।
বিস্তারিত পড়ুনঃ মাইক্রোসফটের অ্যাক্টিভিশন ব্লিজার্ড কেনা নিয়ে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থার বাধা