আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঁচ মাস সময় কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন স্পেসএক্স-এর ‘ক্রু-৫’ মিশনের চার নভোচারী।
শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে নভোচারীদেরকে অবতরণ করায় কোম্পানির ‘এনডিউরেন্স ড্রাগন’ নামের স্পেসক্রাফট। এই ক্যাপস্যুলের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসা নভোচারীদের মধ্যে ছিলেন নাসার জশ কাসাডা ও নিকোল মান, জাপানের কোইচি ওয়াকাতা এবং রাশিয়ার আনা কিকিনা।
বিস্তারিত পড়ুনঃ মহাকাশ স্টেশন থেকে স্পেসএক্সে ফিরলেন চার নভোচারী