মহাকাশে স্পাই স্যাটেলাইট পাঠাবে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের বেপরোয়া সামরিক কার্যক্রমের ওপর নজর রাখতে এই স্যাটেলাইট আগামী ১১ জুনের মধ্যে পাঠানো হবে। স্পাই স্যাটেলাইট হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সিস্টেম। তবে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসিকাজি হামাদা জানিয়েছেন, স্যাটেলাইটটি জাপানের সীমানায় এলে শ্যুট করা হবে।
উল্লেখ্য, স্পাই স্যাটেলাইটের পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সলিড প্রপালেন্ট আইসিবিএম রকেট, নিউক্লিয়ার শক্তি চালিত সাবমেরিন ও হাইপারসনিক মিসাইল তৈরি করতে যাচ্ছেন।
সূত্র : এমএসএন