ব্রেন ও কম্পিউটারের মধ্যে সংযোগ তৈরি করে ‘ব্রেন কম্পিউটার ইন্টারফেস’ বা ‘বিসিআই’। এটি ‘ইলেকট্রোএনসেফালোগ্রাম’ বা ‘ইইজি’ ব্যবহার করে ব্রেনের ইলেকট্রিক্যাল কার্যক্রম রেকর্ড করে। যাঁরা শারীরিকভাবে চলতে-ফিরতে অক্ষম তাঁদের জন্য এটা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে।
এখন পর্যন্ত দুই লাখ মানুষ বিসিআই ব্যবহার করেছেন। বধির মানুষের শ্রবণশক্তি ফিরিয়ে আনতে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। পারকিনসন রোগ, ওসিডি ও মৃগী রোগীদের ওপর পরীক্ষামূলকভাবে বিসিআই ব্যবহার করা হচ্ছে। তবে এই ডিভাইস মাথায় থাকার ফলে বাড়তে পারে আসক্তি ও বিষণ্নতার মতো সমস্যা।
বিস্তারিত পড়ুনঃ মস্তিষ্কে কম্পিউটার চিপ – আশীর্বাদ, নাকি অভিশাপ