আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই এ বছর বেশ কিছু নির্মাতা নতুন সব গেম প্রকাশ করছেন। ‘প্যারানর্মাসাইট : দ্য সেভেন মিস্ট্রিজ অব হনজো’ গেমটিও হঠাৎই বাজারে এসেছে আর খুব দ্রুতই গেমারদের মন জয় করে নিয়েছে।প্যারানর্মাসাইট গেমটি খেলা উচিত একেবারে কোনো কিছু তার সম্পর্কে না জেনেই, যাতে গেমটির চমৎকার সব সারপ্রাইজ একেবারেই নষ্ট না হয়ে যায়। নির্মাতা স্কয়ার ইনিক্সের তৈরি এই হরর, রহস্য ভিজ্যুয়াল উপন্যাস ঘরানার গেমে থাকছে ভয়ংকর সব কাল্টের বলি দেওয়ার আচার-অনুষ্ঠানের বর্ণনা, ভৌতিক সব কাণ্ডকারখানা, ভয়াবহ অভিশাপ এবং কালোজাদুবিদ্যা নিয়ে তৈরি অসাধারণ এক কাহিনি। যাঁরা হরর আর ভিজ্যুয়াল নভেল ঘরানার গেমগুলো খেলে ওস্তাদ হয়ে গেছেন, তাঁরাও প্যারানর্মাসাইটের ধাঁধা আর চমকে দেওয়া কাহিনির মোড়গুলো ধরতে পারবেন না। ডানগানোপা বা জিরো এসকেপ গেমগুলোর ছোট সাইজের সংস্করণ বলা যায় প্যারানর্মাসাইট, শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য-রোমাঞ্চ দুটিই ধরে রাখবে।
বিস্তারিত পড়ুনঃ ভৌতিক আর কালোজাদুর গেম