কম্পিউটার, মোবাইল কিংবা অন্য কোনো ডিজিটাল ডিভাইসে টাইপ করে কিন্তু গ্রামারলি ব্যবহার করেনি বা নাম শোনেনি এমন মানুষ পাওয়া দুষ্কর! টাইপিংয়ের সময় বানান কিংবা ব্যাকরণগত ভুলগুলো চিহ্নিত করে তা সংশোধন করে দেয় এটি। তেমনি স্পেলচেকারের একটি বাংলা সংস্করণ ‘সঠিক’ তৈরি করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সফটওয়্যারটির একটি অংশ যা ভুল বানান শনাক্ত করতে পারে, সেটির একটি পরীক্ষামূলক সংস্করণ এরই মধ্যে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বিস্তারিত পড়ুনঃ ভুল বাংলা ধরে দেয় সঠিক