মৃত্যুর ভুয়া সংবাদ জানানোর প্রলোভনে ফেসবুকে সাইবার হামলা চালাচ্ছে একদল হ্যাকার। এ জন্য প্রথমে যেকোনো ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে সেই ব্যক্তির বন্ধু তালিকায় থাকা সবাইকে ‘দেখ কে মারা গেছে’ শিরোনামে বার্তা পাঠায় তারা। মৃত্যুর ভুয়া সংবাদ পড়ার জন্য একটি লিংকও যুক্ত থাকে বার্তাটিতে। লিংকে ক্লিক করলেই একটি ওয়েবসাইট চালু হয়। এরপর নির্দিষ্ট সংবাদ পড়ার জন্য ব্যবহারকারীদের ফেসবুক ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে অনুরোধ জানানো হয়। ব্যবহারকারীরা ওয়েবসাইটটিতে নিজেদের ফেসবুক ইউজার নেম ও পাসওয়ার্ড লিখলেই সেগুলো চলে যায় হ্যাকারদের দখলে।
বিস্তারিত পড়ুনঃ ভুয়া সংবাদ জানানোর প্রলোভনে ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিচ্ছে হ্যাকাররা